ন্যাশনাল কনটেন্ট ফেস্ট ২০২৩
লক্ষ্য-উদ্দেশ্য
স্বাধীন কনটেন্ট ক্রিয়েটরদের বাছাইকৃত কনটেন্ট নিয়ে দিনব্যাপী কনটেন্ট ফেস্ট আয়োজন করা হবে। সারাদেশের কয়েক লক্ষ কনটেন্ট ক্রিয়েটর তাদের কনটেন্টের মাধ্যমে শিক্ষা, কৃষি, তথ্য, চিত্ত-বিনোদন, ভালো ও মানবিক কাজে উৎসাহিত করে থাকেন। এর পাশাপাশি এসব কনটেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। যা জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। সুতরাং কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহিত করা এখন সময়ের দাবী। এ লক্ষ-উদ্দ্যেশ্যকে সামনে রেখে আয়োজন করা হচ্ছে কনটেন্ট ফেস্ট ২০২৩।
বিবরণ ও অংশগ্রহণকারী
১২টি ক্যাটাগরিতে বাংলাদেশের যে কোনো কনটেন্ট ক্রিয়েটর প্রতিযোগিতার জন্য কনটেন্ট জমা দিতে পারবেন। জুরি বোর্ডের মাধ্যমে প্রতি ক্যাটাগরিতে ৫টি করে কনটেন্ট মনোনয়ন দেয়া হবে। মনোনীত কনটেন্টগুলো ‘কনটেন্ট ফেস্ট ২০২৩’ -এ প্রদর্শন করা হবে।
প্রদর্শনী শেষে ১২টি ক্যাটাগরিতে সেরা কনটেন্টের ১২জন কনটেন্ট ক্রিয়েটর ‘বেস্ট কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান করা হবে।
আয়োজক
কনটেন্ট ফেস্ট ২০২৩ এর আয়োজক হিসেবে রয়েছে আর্টলিট। আর্টলিট হল একটি মার্কেটিং এজেন্সি। যা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিত্বের শক্তিশালী ব্র্যান্ড তৈরি করার গুরুত্বকে অনুধাবন করে সেবা প্রদান করে আসছে। জুলাই ২০২২ সালে যাত্রা শুরু করে আর্টলিট গ্রাহকের কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে ইতোমধ্যে সুনাম ও বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হয়েছে। অমর একুশে বইমেলা ২০২৩-এ দেশের প্রখ্যাত লেখকদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান ‘বইগল্প’ সম্প্রচারের মাধ্যমে আলোচনায় উঠে আসে। বইমেলায় প্রকাশিত বাছাইকৃত বই নিয়ে ‘ছুটির দিনের বইমেলা’ ও ‘এটিএন নিউজ’ এর সাথে যৌথভাবে ‘আর্টলিট সেরা বই পুরষ্কার ২০২৩’ বাস্তবায়নের মধ্য দিয়ে আরো একধাপ সামনে এগিয়ে আসে আর্টলিট। এছাড়া আর্টলিটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি নিয়মিত সেবা গ্রহণ করছেন। যা আর্টলিটের পথচলাকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে।
ব্রডকাস্ট পার্টনার
ন্যাশনাল কনটেন্ট ফেস্ট ২০২৩-এর অনুষ্ঠানমালা সম্প্রচার করবে এটিএন নিউজ।
সময় ও স্থান
৩০ জুলাই ২০২৩, রবিবার। সকাল ৯টা হতে বিকেল ৬টা পর্যন্ত, দিনব্যাপী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তন, ঢাকা।
আমন্ত্রিত অতিথি
প্রধান অতিথি থাকবেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
অতিথি থাকবেন গিয়াস উদ্দিন সেলিম, অনিমেষ আইচ, তুষার আবদুল্লাহ, মেজবাউর রহমান সুমন প্রমুখ।
সভাপতি থাকবেন খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব জনাব মামুনুর রশীদ।
পুরস্কার
১২ জন সেরা কনটেন্ট ক্রিয়েটরের প্রত্যেকে পাবেন সম্মাননাপত্র, অ্যাওয়ার্ড ও স্পন্সর প্রতিষ্ঠান প্রদত্ত গিফট হ্যাম্পার
কনটেন্ট জমা দেয়ার নিয়মাবলী
১। একজন কনটেন্ট ক্রিয়েটর যে কোনো একটি ক্যাটাগরিতে সর্বোচ্চ ১টি কনটেন্ট জমা দিতে পারবেন।
২। জমা দেয়া কনটেন্টটি ১ মে ২০২২ হতে ৩০ এপ্রিল ২০২৩ এর মধ্যে ইউটিউব/ফেসবুকে পাবলিশড হতে হবে।
৩। কনটেন্ট ফেস্ট-এ অংশ নিতে গুগল ফরমটি পুরন করুনঃ https://shorturl.at/fijm4
৩.১। কনটেন্ট জমা দিতে হবে ফিল্ম ফ্রি ওয়ের মাধ্যমে ঃ লিংকে প্রবেশ করতে এখানে ক্লিক করুন
৩.২। বিজয়ী হলে তাকে অবশ্যই স্পন্সর প্রতিষ্ঠানের জন্য এক/একাধিক প্রমোশনাল ভিডিও কনটেন্ট তৈরী করে দিতে হবে।
অতিথি, ভলান্টিয়ার টিম ও মনোনয়ন প্রাপ্তদের সৌজন্য উপহার
আয়োজক টিমের সকল সদস্য ও মনোনয়ন প্রাপ্ত ৬০ জন নির্মাতার প্রত্যেকে পাবেন, ফেস্টের লোগো সম্বলিত ব্যাগ, টি-শার্ট, স্মরণিকা, প্যাড, কলম, আইডি কার্ড ও লাঞ্চ।